বাংলাদেশটা একটা বড় ডাস্টবিনে পরিণত হয়েছে। যেদিকে তাকাবেন শুধু ময়লা আর ময়লা।
রাস্তাঘাট যেমন ময়লা তেমনি রয়েছে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসন সবখানেই
রয়েছে ময়লার ছড়াছড়ি। রাস্তার ময়লা আমরা সবাই দেখি। তাই রাস্তার ময়লা নিয়ে
দু'টি কথা বলছিঃ
" টেকনাফ থেকে তেতুলিয়ায়,
বর্জ্য ছড়ে আছে সব জায়গায়।
মাঝে মাঝে লেখা পাওয়া যায়,
"বর্জ্য ফেলবেন না এই জায়গায়।"
এটা দেখে মনে হয়,
ময়লা ফেলুন সব জায়গায়,
বাদ দিবেন শুধু এই জায়গায়।"
বাংলাদেশের বর্জ্যঃ
![]() |
বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা কি আধুনিক? |
সরকার না জনগণের?
বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের দায়িত্ব ৪টি আর জনগণের দায়িত্ব ও কর্তব্য মাত্র ২টি।
বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের দায়িত্বঃ
বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের দায়িত্ব ৪টা।
১। রাস্তার পাশে ফুটপাতের সাথে নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর পাকা করা পর্যাপ্ত ডাস্টবিন দেয়া।
প্রত্যেক বাড়িতে ময়লা ফেলার জন্য পাকা করা ৩*৩*৩ফুট ডাস্টবিন তৈরী করা বাধ্যতামূলক করা।
২। নির্দিষ্ট সময় অন্তর অন্তর ডাস্টবিন পরিষ্কার করা।
৩। কেহ নির্দিষ্ট স্থান ছাড়া ময়লা ফেললে শাস্তির ব্যবস্থা করা।
৪। রাস্তাঘাট নিয়মিত পরিষ্কারের ব্যবস্থা করা।
জনগণের দায়িত্ব ২টা হলঃ
১। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা।
২। সরকারি আইন ও নিয়মকানুন মেনে চলা।
সুতরাং
বর্জ্য ব্যবস্থাপনায় জনগণের চেয়ে সরকারের দায়িত্ব বেশি। সরকার তার দায়িত্ব
পালন করলে, জনগণও তাদের দায়িত্ব-কর্তব্য পালনে বাধ্য হবে।
স্মার্ট সরকার, গড়তে পারে স্মার্ট দেশ।
ভালো ভাবে ময়লা-আবর্জনা পরিষ্কার করে,
সুন্দর রাখে পরিবেশ।
0 মন্তব্যসমূহ